ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে।  

খবর পেয়ে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, মৃত ব্যক্তির বাড়ি নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামে। বর্তমানে মগবাজার ডাক্তার গলিতে পরিবার নিয়ে থাকতেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ডায়াবেটিসের রোগী ছিলেন। প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। শুক্রবার সকালেও বাসা থেকে হাঁটতে বের হন। সকাল পৌনে ৮টার দিকে ওয়ারলেস রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।