ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলে বসায় ৩ কিশোরকে কোপাল বন্ধুরা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
মোটরসাইকেলে বসায় ৩ কিশোরকে কোপাল বন্ধুরা  

বরিশাল: জেলা শহরের বিনোদন স্পটে মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে তিন কিশোরকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে নগরীর বেলর্স পার্কে এই ঘটনা ঘটে।

 

এ ঘটনায় আহতরা হলেন - অনিক মৃধা (১৮), সিয়াম (১৯) ও রাজা (১৮)। আহত ও অভিযুক্তরা সদ্য এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন।

রাতেই বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন আহত অনিকের মা।

রোববার (০১ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলা দায়ের হয়েছে। এখন অধিকতর তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  

অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আহত অনিকের বাবা মান্না সুমন বলেন, অলি এবং রাফসানের নেতৃত্বে ১০-১৫ জন যুবক-কিশোর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। কারণ, আমার ছেলে অনিকের বন্ধু সিয়ামের সঙ্গে অলি ও রাফসানের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে অনিক এবং সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে ও রাজাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।