ঢাকা: নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এডিসি হারুনকাণ্ড প্রসঙ্গে বলেছেন, যার যতটুকু অপরাধ, ঠিক ততটুকুই শাস্তি দেওয়া হবে।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।
হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। বাহিনীর যে নিয়ম-কানুন আছে সেই নিয়ম-কানুনের মধ্যে চলে এবং চলবে। ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সে কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রী বলেছেন, ‘যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকুই শাস্তি দেওয়া হবে’। তার সঙ্গে সুর মিলিয়ে আমিও একই কথা বলতে চাই, যতটুকু অপরাধ করবে ঠিক ততটুকুই শাস্তি দেওয়া হবে।
এপিএস আজিজুল হক প্রসঙ্গে তিনি বলেন, সরকারি বিধি-বিধান মোতাবেক তার ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। ঘটনায় জড়িত দুজনই সরকারি কর্মকর্তা। দুজনেরই নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে।
সাধারণ মানুষকে তল্লাশির নামে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, মামলা ছাড়া ধরে এনে টাকা-পয়সা আদায়ের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডিএমপির কোনো সদস্য অপরাধে জড়ালে আপনি কী উদ্যোগ নেবেন- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এসজেএ/আরবি