ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ 'আল নাহিয়ান'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ 'আল নাহিয়ান'

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় 'এমবি আল নাহিয়ান' নামক কয়লাবাহী একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা নাবিক-শ্রমিকসহ ১২ জন অন্য আরেকটি জাহাজে করে নিরাপদ অবস্থানে যেতে সক্ষম হয়েছে।

 

সোমবার (০২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।  

জাহাজটি কয়লা বোঝাই করে চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে নৌ-পুলিশ।  

রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশে ছেড়ে আসা কয়লা বোঝাই 'এমবি আল নাহিয়ান' নামক জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়া ও নোয়াখালীর হাতিয়ার মৌলভীর চর এলাকায় এলে জাহাজের নীচের তলা ফেটে যায়। এতে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য আরেকটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।