ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে পথচারীদের অচেতন করে টাকা লুটে নিচ্ছে একটি চক্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
হবিগঞ্জে পথচারীদের অচেতন করে টাকা লুটে নিচ্ছে একটি চক্র ছবি: সিসি ফুটেজ থেকে নেওয়া

হবিগঞ্জ: হবিগঞ্জে রাস্তায় হাঁটতে থাকা মানুষকে অচেতন করে টাকা লুটে নেওয়ার নতুন কৌশল গ্রহণ করেছে ছিনতাইকারীরা। জেলা শহরের ব্যস্ত এলাকায় এভাবে ছিনতাইয়ের চারটি ঘটনার খবর মিলেছে।

ঘটনাগুলো এমন—  একা হাঁটতে থাকা একজন লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে কথা বলতে থাকে কয়েকজন। তারা অল্প সময়েই লোকটিকে অচেতন করে লুটে নেয় টাকা।

এদিকে হবিগঞ্জ শহরে এ ধরনের ঘটনা নতুন বলে দাবি করছে পুলিশ। তারা বলছে এগুলো অজ্ঞানপার্টি অথবা রুমাল পার্টির কাজ হতে পারে।

সবশেষ ঘটনা মঙ্গলবার (২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা শহরের টাউন রোডে। এ সময় লায়েছ মিয়া (৪২) নামে এক সংবাদপত্র বিপণন কর্মীকে অচেতন করে ১২ হাজার টাকা লুটে নেয় ছিনতাইকারী দল।

লায়েছ হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের হুরাই মিয়ার ছেলে। তিনি স্থানীয় ও জাতীয় ১৭টি দৈনিক পত্রিকার এজেন্ট।

পত্রিকা বিক্রেতা টাউন হল রোডে একা হাঁটছিলেন। হঠাৎ কয়েকজন যুবক তাঁর সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে কথা বলতে শুরু করে। পরে তিন/চার মিনিটের মধ্যে তার পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

লায়েছ বলেন, ‘টাকাগুলো আমার পকেট থেকে বের করে নেওয়ার সময় আমি টের পাই, দেখেছিও। কিন্তু প্রতিবাদ করতে পারছিলাম না, কথাও বলতে পারিনি। আধাঘণ্টা পরে আশপাশের মানুষকে বিষয়টি বলতে পারি। তবে ততক্ষণে লোকগুলো সেখান থেকে চলে যায়। ’

একইভাবে সোমবার হবিগঞ্জ শহরে আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয় কয়েক যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

এর দুই সপ্তাহ আগে হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড এলাকায় পান দোকানের সামনে থেকে এক স্কুল কর্মচারী এবং আদালত পাড়ায় আরেকজন বিচারপ্রার্থী এমন ঘটনার শিকার হয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, সম্প্রতি এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদি হয়েও থাকে তাহলে এগুলো অজ্ঞানপার্টি অথবা রুমাল পার্টির কাজ। চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা করবে পুলিশ।

কীসের ব্যবহারে লোকদের অচেতন করা যেতে পারে জানতে চাইলে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ বাংলানিউজকে বলেন, ‘অপরাধীরা এমন কোনো কেমিক্যাল ব্যবহার করে থাকতে পারে যা উদ্বায়ী পদার্থ। যা শ্বাসের মাধ্যমে ভিকটিমের শরীরে প্রবেশ করানো যায়। এ প্রক্রিয়ায় ভুক্তভোগী স্টোপার বা বোকা হয়ে যান, তাঁর জ্ঞান লোপ পায়। সবার পরিচিত ধুতরা পাতার গোটায়ও এমন উপাদান রয়েছে।

তবে নির্দিষ্ট কোনো ঘটনার রহস্য উদঘাটনের ক্ষেত্রে নমুনা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় এবং এক্ষেত্রে বাইরে চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।