ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

৪৭০০ ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
৪৭০০ ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকা: নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা থেকে ৪ হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।  

গ্রেপ্তার দুজন হলেন, ইনজামামুল হক অপু (৩০) ও মো. মাহফুজুর রহমান অর্পন (৩০)।

এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইলফোন ও ৪ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে র‌্যাব-১০ এর একটি দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ১৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭০০ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদককারবারিকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি  জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আটক আসামিদের বিরুদ্ধে মাদক মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।