ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে যমুনার তীরে পড়ে ছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
সারিয়াকান্দিতে যমুনার তীরে পড়ে ছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার গজারিয়া চরে যমুনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ-পূর্ব দিকে গজারিয়া চরে যমুনা নদীর তীরে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেন৷ পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে ৷ ওই যুবকের মরদেহে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অন্তত নয়টি আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও লাল গেঞ্জি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, যুবকের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।