ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃষ্টি থেকে কবুতর বাচাঁতে গিয়ে প্রাণ গেল দুলালের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
বৃষ্টি থেকে কবুতর বাচাঁতে গিয়ে প্রাণ গেল দুলালের প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিখের ৪টার দিকে উৎরাপুর গ্রামের আফাজ উদ্দিনের বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর গ্রামের দুলাল মিয়া ছোট বেলা থেকে তার নানা আফাজ উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছিল। শুক্রবার বিকেলে তার নানা আফাজ উদ্দিনের বিল্ডিংয়ের ছাদে দুলালের পালিত কবুতর দেখার জন্য ছাদে গিয়া দেখতে পায় তার পালিত কবুতরগুলো ছাদের উত্তর পাশে থাকা বিদ্যুৎতের তারের ওপর বসে আছে এবং বৃষ্টিতে ভিজছে। পরে দুলাল ছাদের ওপর থাকা পুরাতন ডিসের তার দিয়ে কবুতর তাড়ানোর জন্য বিদ্যুতের তারে আঘাত করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুলাল মিয়া মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।