ফরিদপুর: আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় রেল সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীকে বহনকারী সেই বিশেষ ট্রায়াল ট্রেনটি পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফরিদপুর থেকে ঢাকার দিকে রওনা হয়েছে।
শুক্রবার (০৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি ফরিদপুর ছেড়ে যায়।
এ ট্রেনে চড়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় আসবেন বলে জানিয়েছেন রেলের পাকশী ডিভিশনের গভর্নমেন্ট ইন্সপেক্টর অব বাংলাদেশ রেলওয়ে (জিআইবিআর) মো. রুহুল কাদের আজাদ। এছাড়া প্রধানমন্ত্রীকে বহন করা এ বিশেষ ট্রেনটি বেশ কয়েকবার পদ্মা সেতু দিয়ে ট্রায়ালের অংশ হিসেবে যাতায়াত করবে।
রুহুল কাদের আজাদ আর বলেন, পাকশী থেকে ছেড়ে আসা ১৩টি বগি ও ২টি পাওয়ার ইঞ্জিন সম্বলিত বিশেষ ট্রেনটি শুক্রবার (০৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুর রেলস্টেশন অতিক্রম করে। পরে এই বিশেষ ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা জংশন হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া প্রান্তে গিয়ে পৌঁছায়।
বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, অক্টোর ৬, ২০২৩
জেএইচ