ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ ঘরে মিলল পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
নিজ ঘরে মিলল পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

দিনাজপুর: বদলির পর নতুন কর্মস্থলে যোগদানের আগে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলেন পুলিশ কনস্টেবল আতাউর রহমান। আর সেই কনস্টেবলের ঝুলন্ত মরদেহ পাওয়া গেল তারই ঘরে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

আতাউর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের। তবে কী কারণে এই কনস্টেবল আত্মহত্যা করে থাকতে পারেন, তার কারণ জানা যায়নি।

আতাউর রহমান শেখপুরা এলাকার মুক্তিযোদ্ধা আমির হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।  

পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব।  

তিনি বলেন, মাস ছয়েক আগে মোটরসাইকেলে যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে (ট্রমায়) কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আতাউর রহমান। তার মরদেহ উদ্ধার করা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলায় কর্মরত ছিলেন কনস্টেবল আতাউর রহমান। সম্প্রতি তাকে রংপুরে বদলি করা হয়। এই বদলির পর ছুটি নিতে বাড়ি এসেছিলেন তিনি। আগামী রোববার তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা ছিল।  

বাংলাদেশ  সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।