ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
সিরাজগঞ্জে ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ১০ মামলা আসামি মাদক কারবারি রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৮ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রফিকুল ইসলাম দত্তবাড়ি দক্ষিণ পাড়ার কোরবান আলীর ছেলে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

তিনি আরও জানান, রফিকুলের বিরুদ্ধে ৬টি মাদক ও ৪টি মারামারির মামলা এবং মুলতবি ওয়ারেন্ট রয়েছে। তিনি সদর উপজেলার শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।