ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদলের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (৪৫), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, মো. মোস্তফা মেম্বার (৫০), মো. আলী (৪৮), মো. মোক্তার হোসেন (৪৫), মো. জসিম (৩৫), মো. জহিরুল ইসলাম (৪৫), মো. ইসমাইল হোসেন (৪৫), মো. রাজা মিয়া (৪৫), মো. জাকির হোসেন (৪৫), মো. জয়নাল মিয়া (৪৮), মো. মহিউদ্দিন (৪৫), মো. মোক্তার হোসেন মুকতুল (৪৫), মো. রওশন আলী (৫০), আ. হাি রাজু (৪৯), মো. গাজী মনির (৪৭), আবদুল হালিম জুয়েল (৪৯), মো. দিদারুল ইসলাম (৫৫), মোঃ.আইয়ুব আলী মুন্সী (৪৮), মো. আবুল হোসেন আবুল (৪৮), বাদশা, তরিকুল ইসলাম, অদু শেখ, মনজুর হোসেন মনজু, ফরিদ, জসিম, মফিজুল, জাকির হোসেন (৩৩), জাকির হোসেন (৪৭), আবদুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন (৩৮), মো. আকবর হোসেন (৫২), তানভীর রশিদ মজুমদার, মো. আকরাম হোসেন (৫০), মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, মো. রিপন (৫০), মো. শাহালম মানিক (৩৫), শাহাদত হোসেন ভোলা, আকবর, মো. লুৎফর রহমান খোকা, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ্।

পুলিশ জানায়, গত সোমবার (৯ অক্টোবর) রাতে বিএনপি নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জের মৌচাক পাসপোর্ট অফিসের অদূরে হাজী মাদরাসা রোডে অবৈধভাবে সড়ক অবরোধ করে। এসময় তারা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগুন জ্বালিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেলের বিস্ফোরিত লাল টেপ মোড়ানো অংশ, ১২টি বাঁশের লাঠি, পাঁচটি লোহার রড এবং একটি আগুনে পোড়া টায়ার জব্দ করে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তির স্লােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ