ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থেকে হত্যা মামলার আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
আশুলিয়া থেকে হত্যা মামলার আসামি আটক

ঢাকা: ঢাকা জেলার আশুলিয়া থেকে পঞ্চগড়ের আটোয়ারীতে সামিউল ইসলাম সয়ন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা শুভকে (২১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ অক্টোবর) র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে পঞ্চগড়ের আটোয়ারীতে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর সামিউল ইসলাম শয়নকে (২৬) অপহরণ করে মাঝ রাস্তায় চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি মাসুদকে আটক করা হয়।

তিনি আরও জানান, ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকে হত্যাকারী আত্মগোপন করে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।