ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে বন্ধ হলো সেই বাল্যবিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
চরভদ্রাসনে বন্ধ হলো সেই বাল্যবিয়ে

ফরিদপুর: বাংলানিউজে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সেই বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার টিলারচর গ্রামের বিয়ে বাড়িতে গিয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করে দেন ইউএনও।

এ সময় ইউপি সদস্য সরোয়ার মৃধা, এখলাস হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনওর উপস্থিতি ও বিয়ে বন্ধের খবর পেয়ে বরপক্ষ মেয়ের বাড়িতে আসেননি।

পরে উপজেলাটির সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খানের উপস্থিতিতে মেয়ের মায়ের মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি অতিথি আপ্যায়নের খাবার এতিমখানায় বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন ইউএনও।  

জানা যায়, মেয়ের বয়স গোপন করে পার্শ্ববর্তী সদরপুর থানার চর চাঁদপুর কাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা সোহরাব মোল্যার ছেলে সৌদি প্রবাসী রায়হান মোল্যার (২৮) সঙ্গে বিয়ে ঠিক করেন।

বাল্যবিয়ে বন্ধের বিষয়ে ইউএনও মেহেদী মোর্শেদ বলেন, সংবাদমাধ্যমে খবর পেয়ে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন। পরে জন্মনিবন্ধনের কাগজ যাচাই-বাছাই করে মেয়েটির বয়স কম থাকায় এ বিয়ে বন্ধ করে দেন তিনি। এছাড়া মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে না দেওয়ার শর্তসাপেক্ষে একটি মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে মেয়েটিকে স্কুলে পাঠানের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ‘চরভদ্রাসনে জাঁকজমক করে কিশোরীর বিয়ের আয়োজন!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলানিউজ।  

আরও পড়ুন: চরভদ্রাসনে জাঁকজমক করে কিশোরীর বিয়ের আয়োজন!

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।