কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাজিরচর-মুন্সিপাড়া ও দড়ি চরিয়াকোনা এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
মৃত শিশুরা হলো- কটিয়াদীর মসূয়া ইউনিয়নের কাজিরচর মুন্সিপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মোহাম্মদ (৭), কটিয়াদী পৌরসভার দড়ি
চরিয়াকোনা এলাকার সুমন মিয়ার মেয়ে হালিমা (৭) ও একই এলাকার বাচ্চু মিয়ার মেয়ে মৃত্তি (৮)।
জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলতে যায় মোহাম্মদ। পরে বাড়িতে ফিরে না আসায় মোহাম্মদকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে মোহাম্মদকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরের দিকে দড়ি চরিয়াকোনা এলাকার কদমতলী মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায় হালিমা ও মৃত্তি। এর কিছু সময় পর পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন দুই শিশুকে নিথর অবস্থায় উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসআরএস