ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
সিলেটে ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতা নিহত প্রতীকী ছবি

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে পারাবত ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুস শহিদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার ইলাশপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শহিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রীকোনার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউর ইসলাম পাটুয়ারী এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রেলক্রসিংয়ে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এনইউ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।