ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সাক্ষাৎ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।  

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক ব্রাজিল ফুটবলের ভক্ত আছে। বিশ্ব কাপের সময় এটা আরও বেশি দেখা যায়।
রোনালদিনহোর ফুটবল দক্ষতার প্রশংসা করেন শেখ হাসিনা।

ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ব্রাজিলের জাতীয় দলের জার্সি উপহার দেন রোনালদিনহো।

সাক্ষাৎ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন রোনালদিনহো।

প্রধানমন্ত্রী রোনালদিনহোকে নৌকার একটি প্রতিকৃতি উপহার দেন।

এর আগে বিকেল তিনটার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো।

গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

আরও পড়ুন>>>ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩/আপডেট: ২১৫৫ ঘণ্টা
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।