ঢাকা: জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার এই নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তাকে তিন বছরের জন্য কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে যোগদান করেন ২৭ ফেব্রুয়ারি। সে অনুযায়ী ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল তার।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে নদী দখল নিয়ে কথা বলে আলোচনায় আসেন কমিশন চেয়ারম্যান। সেখানে একজন মন্ত্রীকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন মঞ্জুর। তার ২৪ দিনের মাথায় নিয়োগ বাতিল হলো।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ১৮. ২০২৩
এমআইএইচ/এসএম