ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ বাড়ির সামনে পড়ে ছিল সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
নিজ বাড়ির সামনে পড়ে ছিল সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে পৌর শহরের চাঁদপুর মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়ির গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পৌর শহরের কলেজ বাজার বটতলী এলাকায় সবজি ব্যবসা করে আসছিলেন তিনি।

নিহত হাবিবুর রহমান হিটলার উপজেলার দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। চাঁদপুর মধ্যপাড়ায় স্থানীয়ভাবে বসবাস করছিলেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে বাড়িতে এসে খাবার খেয়ে আবার বাহিরে যান হিটলার। সকালে তার ছেলে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় বাড়ির গেট বাইরে থেকে লাগানো থাকায় প্রাচীর পার হয়ে বাইরে যায় সে। এসময় তার বাবার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, গলা কেটে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তদন্তের পর ঘটনার সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।