ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৬ নভেম্বর সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
৬ নভেম্বর সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ইসলামে নারী বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে নভেম্বরের শুরুতে সৌদি আরব সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার (অক্টোবর ১৯) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেপ আল দুহাইলান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।