ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
বড়াইগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে এ ঘটনা ঘটে।

 

মৃত দুই শিশু হলো- ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে আনাফ হোসেন (২) ও পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে হুমাইরা (২)। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন ছিল। হুমাইরা তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, আনাফ তার ফুফাতো বোন হুমাইরাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে সরকারি পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে, অনেকক্ষণ ধরে শিশুদের কোনো সারা শব্দ না পেয়ে হুমাইরার মা পিংকি বেগম বাইরে এসে মেয়ের খোঁজ করেন। এ সময় তার মেয়েকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা বেড়িয়ে আসেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনাফ ও হুমাইরাকে ওই পুকুর থেকে ভাসমান ও নিথর অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।