লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ১০ কেজি ইলিশসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য প্রশাসন ও কোস্টগার্ড।
রোববার (২২ অক্টোবর) রাতে এ অভিযান চালিয়ে ইলিশসহ জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, উপজেলার মেঘনা নদীর হেতনার খাল থেকে বাত্তির খাল এলাকায় রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এসময় ২০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে, এসময় কোনো জেলেকে আটক কারা সম্ভব হয়নি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের নির্দেশে মাছগুলো এতিমখানায় বিতরণ এবং জালগুলো মাতাব্বরহাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এসময় নদীতে সব প্রকার মাছ শিকার নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এসএম