ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাসড়ক অবরোধ করে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
মহাসড়ক অবরোধ করে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ফের বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

 

বুধবার (২৫ অক্টোবর) দুপুর থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত তিনদিন ধরে বেতন বাড়ানো দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ অক্টোবর) কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। এছাড়া শ্রমিকরা আশপাশের কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যান। পরে বিকেল সাড়ে ৩টা থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।  

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।