ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌহালীতে ৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
চৌহালীতে ৫ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে পাঁচ জেলেকে আটকের পর আটদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ অভিযানের নেতৃত্ব দেন।  

অভিযানে সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চৌহালী নৌ-পুলিশ, চৌহালী থানা পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌহালী উপজেলার খাষপুখুরিয়া গ্রামের রবিউল ইসলাম (৩৫), একই গ্রামের আরিফ সিকদার (৩৫), মো. শাহজালাল (৪০), শফিকুল ইসলাম (৩২) ও দত্তকান্দি গ্রামের মো. আল-আমিন (৩৭)
চৌহালী ইউএনও মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাছ স্থানীয় পাঁচটি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করাসহ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।