ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে জনসভা: মারামারিতে আহত দুইজন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
রাজধানীতে জনসভা: মারামারিতে আহত দুইজন ঢামেকে

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে ও হাইকোর্টের সামনে মারামারিতে নাসির (৩৫) ও সুজন (৩০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়।

আহত নাসিরের মামাতো ভাই রিয়াজ উদ্দিন জানান, তারা থাকেন মহাখালি ৭ তলা বস্তিতে। বৈশাখী পরিবহনের বাসে করে কাকরাইল দিয়ে যাওয়ার সময় অতর্কিত বাসে উঠে তাদের মারধর করে একদল লোক। এতে নাসির আহত হন।

এদিকে আহত সুজনের বন্ধু মো. সোহেল রানা জানান, তারা থাকেন মহাখালী ওয়ার্লেস গেট। আওয়ামী লীগের সমর্থক তারা। আজ বাইতুল মোকাররম এলাকায় সমাবেশে যাওয়ার পথে হাইকোর্টের সামনে তাদের মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা করেন। তখন তার মাথায় ও বুকে ধারালো কিছু দিয়ে জখম করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কাকরাইল ও হাইকোর্ট এলাকা থেকে আতহ দুইজন হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা কীভাবে আহত হয়েছেন সেটি জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।