ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর চিত্র

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর চিত্র রাজধানীতে বিজিবির টহল। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি-জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর একটা পর্যন্ত রাজধানীতে হরতালের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি।

রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।  ভোর থেকে সড়কে যানবাহনের সংখ্যা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল কিছুটা বেড়েছে।  

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।  হরতালের চলচিত্রগুলো তুলেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।



নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

অন্যান্য দিনের চেয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিবহন কম চলাচল করতে দেখা যায়।

সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

যাত্রাবাড়ী এলাকায় লাঠি হাতে সতর্ক অবস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা।



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন কম চলাচল করতে দেখা যায়।

সকালে ডেমরা বামৈল এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে বিরাজ করছে থমথমে পরিবেশ।
 

হরতালের ঢিলেঢালা অবস্থায় চলছে রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায়। স্বাভাবিক নিয়মে চলছে ব্যাংকগুলোর কার্যক্রম। সোনালী ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের সকাল থেকে সব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। অন্যান্য দিনের চেয়ে ব্যাংকে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক অনেক কম।

মতিঝিলের বক চত্বরের সামনে ঢাকা দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে।  সমাবেশে শ্রমিক লীগের এক নেতা বক্তব্য রাখছেন।   

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩/আপডেট: ১৫৩৩ ঘণ্টা,
এসআইএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।