ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে মোড়ে-মোড়ে অবস্থান করছে পুলিশ-আ.লীগ নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
মিরপুরে মোড়ে-মোড়ে অবস্থান করছে পুলিশ-আ.লীগ নেতাকর্মীরা ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টা টানা অবরোধের ডাক দিয়েছে। রাজধানীর মোড়ে-মোড়ে অবস্থান করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও প্রধান ও শাখা সড়কগুলোর মোড়ে মোড়ে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর মিরপুর ১২,১১,১০ নম্বর গোল চত্বর ও কালশী রোডে এমন চিত্র দেখা যায়।

সরজমিনে দেখা যায়, মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ড, ১১ নম্বর বাস স্ট্যান্ড ও ১০ নম্বর গোল চত্বরে অবস্থান করছে পুলিশ।  

এছাড়াও কালশী রোডের আধুনিক মোড়, মিরপুর ১০ নম্বর ইনডোর স্টেডিয়ামের রাস্তার দুপাশে ও পপুলার হাসপাতালের সামনে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের।  

এদিন সকাল ৮ টার দিকে রাস্তায় পরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যা।

অসিম পরিবহনের চালক আসলাম বলেন, সকালে সড়কে পরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। অবরোধের মাঝেও ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছি। একটা গাড়ি পুড়িয়ে দিলে সেটা তো আর পাওয়া যাবে না। ক্ষতি হবে মালিকের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সদস্য আবু ইলিয়াস রব্বানী লিখন বাংলানিউজকে বলেন, বিএনপি-জামায়াতে ইসলামী কর্মসূচি ডাক দিয়ে পথে থাকে না। বিগত দিনের মতো আজও তারা মাঠে নামেনি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে।  

এর আগে, সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।

কর্মসূচি সফলে সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমএমআই/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।