ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় জেলহত্যা দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩

নেত্রকোনা: নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে শোকাবহ জেলহত্যা দিবস পালিত হচ্ছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষক লীগ, স্বেচ্ছাসেবক ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।