ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে এক বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
ঢামেকে এক বন্দির মৃত্যু ফাইল ছবি

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি নুরনবী চৌধুরী (৬২) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ নভেম্ববর) ভোর পৌনে ৬টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা নুরনবী চৌধুরী নামে এক বন্দিকে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত ঠিকানা ও মামলার বিবরণ জানা যায়নি। তার হাজতি নম্বর ৫০৮৫৮/২৩ এবং তার বাবার নাম ওসমান মুন্সি।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।