ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার গোপালগঞ্জের ২৫ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
মঙ্গলবার গোপালগঞ্জের ২৫ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ: মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজসহ গোপালগঞ্জের ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করবেন।

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৬৬৮ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করেছে।

এছাড়া ২৫ প্রকল্পের মধ্যে আরও রয়েছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কোটালীপাড়ার চৈতারবাড়ী কমিউনিটি ক্লিনিক, জেলা সমাজসেবা কমপ্লেক্স, ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, কোটালীপাড়ার রামশীল কলেজের চারতলা একাডেমিক ভবন, কাজী মন্টু কলেজের চারতলা একাডেমিক ভবন, নেছারউদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবন, রামশীল কলেজের পাঁচতলা ছাত্র হোস্টেল, রাধাগঞ্জ দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদরাসা চারতলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের চারতলা একাডেমিক ভবন, খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবন, বালাডাঙ্গা এস এম মুসা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, মুকসুদপুরে ফারুক খান উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, গোপালগঞ্জ সদর উপজেলার পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমির চারতলা একাডেমিক ভবন, হাজি খোরশেদ সপ্তপল্লী  উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, শহীদ গোলদার উচ্চ বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, সালেহা কামিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন, টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস ও শিশু দিবাযত্ন কেন্দ্র।  
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।