ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজারে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে মো. কাউসার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহত কাউসার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আণ্ডারঘর এলাকার রহিম উদ্দিন হাজি বাড়ির আবুল কালামের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় কাউসার নামে এক যুবক মারা গেছেন। আহত তিনজনকে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।