ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
নওগাঁয় ট্রাকচাপায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁ জেলা শহরের কোমাইগাড়ী বাইপাস এলাকায় ট্রাকচাপায় হাসান আহমদ (২১) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাসান নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকার লুতফর রহমানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ট্রাকচাপায় মোটরসাইকেলের ওই আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।