ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিটার হাসের বাসায় আইএমএফ-বিশ্বব্যাংকের কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
পিটার হাসের বাসায় আইএমএফ-বিশ্বব্যাংকের কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে তার বাসায় মধ্যাহ্নভোজ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের কর্মকর্তারা।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে পিটার হাসের বাসভবনে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান তারা।

বৈঠক সূত্র জানায়, মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আইএমএফর বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সোলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে যোগাযোগ করা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে সাধারণত যেসব বৈঠক হয়, গুলশানে সে রকম একটি বৈঠক হয়েছে। এর বাইরে কিছু ছিল না।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।