ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেনাপোল থেকে অপহৃত যুবকের মরদেহ মিলল মাগুরায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
বেনাপোল থেকে অপহৃত যুবকের মরদেহ মিলল মাগুরায়

মাগুরা: মাগুরায় ওমর ফারুক সুমন (২৬) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ১১ নভেম্বর বেনাপোল থেকে তাকে অপহরণ করা হয়।

 

নিহত সুমন যশোর জেলার বেনাপোল শার্শা থানার টেংরালী গ্রামের ওসমান গনির ছেলে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাগুরা সদর উপজেলার আলমখালী পশ্চিম রামনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একটি সূত্র মতে, সুমনকে অপহরণের দুদিন পর তার মা ফিরোজা বেগম বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেন।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সুমন বেনাপোলের একটি স্বর্ণ চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত। এর জেরে প্রতিপক্ষ তাকে অপহরণ করে হত্যা করে মরদেহ মাগুরায় ফেলে রেখে গেছে। বৃহস্পতিবার সকালে আলমখালী পশ্চিম রামনগর এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর পরিচয় শনাক্ত শেষে মরদেহটি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

নিহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দুপুরে সুমন কালো রঙের পালসার মোটরসাইকেলে করে পাত্রী দেখার জন্য বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে অচেনা একজন ফোন দিয়ে পরিবারকে জানান যে সুমনকে অপহরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।