ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ঢামেকে কয়েদির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মোকদম আলী (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। একটি মামলায় ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন ওই কয়েদি।

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

কারাগার সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ৫০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। গত ১০ সেপ্টেম্বর তাকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল।

তার বাবার নাম দারোগ আলী। বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাই বাংগা বাজার মোড় এলাকায়। তার কয়েদি নং-৮৭৩৬/এ।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।