ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেতারের নতুন মহাপরিচালক রামুর রবীন্দ্রশ্রী বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
বেতারের নতুন মহাপরিচালক রামুর রবীন্দ্রশ্রী বড়ুয়া

কক্সবাজার: বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন সরকারের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।

যোগদানের পর বুধবার (২২ নভেম্বর) প্রথম কর্মদিবসে ঢাকা শের-ই বাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।

এ সময় বেতারের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

এর আগের দিন মঙ্গলবার (২১ নভেম্বর) বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান করেন ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।

পরিদর্শনকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব শেষে সংক্ষিপ্ত মতবিনিময় করেন বেতার মহাপরিচালক। এ সময় তিনি কর্মকর্তাদের পদোন্নতিসহ বেতারের সার্বিক বিষয়ে কথা বলেন। বেতার কর্মকর্তারা এ সময় মহাপরিচালকের কাছে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেতারের নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণসহ নানা দাবি তুলে ধরেন।


মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ( বার্তা) এএসএম জাহিদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান কামাল আহমেদ, প্রধান প্রকৌশলী তৌহিদুর রহমান, বানিজ্যিক কার্যক্রমের পরিচালক সায়েদ মোস্তফা কামাল, ট্রান্সক্রিপসন সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন মৃধা, বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক  শাহনাজ বেগম, মো. বশির উদ্দিন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কার্যক্রমের পরিচালক মো. বশির উদ্দিন, পরিচালক (অনুষ্ঠান) আবুল হোসেন, পরিচালক (শিক্ষা) আব্দুল হক, পরিচালক (সংগীত)
মো.আরিফুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), মো. আল আমিন খানসহ অনেকে।

প্রসঙ্গত বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের বাসিন্দা ডা. অশোক বড়ুয়ার ছেলে।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসবি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।