ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
ফতুল্লায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় গণপিটুনিতে কৃষ্ণা (৩২)) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ মাদরাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, নিহত কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী বলে জানা গেছে। তিনিসহ অপর দুই ছিনতাইকারী শনিবার রাতে ছিনতাই করতে গেলে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষ্ণা। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যান। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানয় প্রায় আটটি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।