ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

এ কে এম খলিলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এ কে এম খলিলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ অ্যাডভোকেট এ কে এম খলিলুর রহমান

ঢাকা: ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম খলিলুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৮ নভেম্বর)।

সোমবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ উপলক্ষে মরহুমের ঢাকাস্থ বাসভবন ও গ্রামের বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ-মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৮ সালের এই দিনে ঢাকায় ইন্তেকাল করেন অ্যাডভোকেট এ কে এম খলিলুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আত্মীয়-পরিজন, শুভানুধ্যায়ীসহ সবাইকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।