ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

ঢাকা: সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই।  বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ওয়ালিউর রহমান বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। এদিন হেরিটেজ ফাউন্ডেশন এক বার্তায় জানিয়েছে, মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বুধবার সকাল ১০:৩০ টায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন গবেষকও ছিলেন। মৃত্যু অবধি তিনি তার প্রতিষ্ঠিত বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ওয়ালিউর রহমানের নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৫টায় ধানমন্ডি ৭ নম্বর রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।