ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে এলো ৭৪ মেট্রিক টন আলু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
ভারত থেকে এলো ৭৪ মেট্রিক টন আলু

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল দিয়ে তিনটি ভারতীয় ট্রাকে ৭৪ মেট্রিক টন আলু বাংলাদেশে প্রবেশ করেছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম।

  

জানা গেছে, এ আলুর চালানটি আমদানি করেছেন ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামের আমদানি কারক। এবং রপ্তানিকারক ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামের একটি প্রতিষ্ঠান।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ৩০ নভেম্বর রাতে তিনটি ট্রাকে ৭৪ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এই আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন সিঅ্যান্ডএফ এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এবং এ আলুর চালানটি দ্রুত খালাস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।