কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার সকালে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে গোপন সূত্রে এমন খবর পেয়ে নাজিরপাড়া বিওপির সদস্যরা গফুরের চিংড়ি প্রজেক্ট এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা কেওড়া বাগানের ভেতরে কৌশলগত অবস্থান নেয়।
ভোরে চারজন ব্যক্তি একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা নৌকাটিকে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে লুকাকানো অবস্থায় চারটি প্লাস্টিকের ব্যাগের রাখা এক লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসবি/এএটি