ঢাকা: রাজধানীর শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে আজিজ সুপারমার্কেটের সামনে তরঙ্গ প্লাস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ২টার দিকে নেভায়।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এজেডএস/আরবি