ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারেক হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার উপজেলার রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক জেলা সদর উপজেলার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুরের নওহাটা মোড়ে সেলাই মেশিনের কাজ করতেন তারেক। প্রতিদিনের মতো শুক্রবারও তিন নওহাটা মোড় থেকে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে উপজেলার ভিমপুর ইউপির রসুলপুর গ্রামীণ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।