ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে ৩টি ট্রাক্টরে আগুন দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
ডোমারে ৩টি ট্রাক্টরে আগুন দিল দুর্বৃত্তরা

নীলফামারী: নীলফামারীর ডোমারে শ্যালো ইঞ্জিনচালিত তিনটি ট্রাক্টরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষাধিক টাকা।

 

শনিবার (৯ ডিসেম্বর) ভোরের দিকে ডোমার উপজেলার সদর ইউনিয়নে একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।  

ট্রাক্টর মালিকদের অভিযোগ, কে বা কারা ইঞ্জিনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।  

ট্রাক্টর মালিক আনজারুল ইসলাম জানান, ট্রাক্টর তিনটি নিরাপত্তার জন্য রাতে ডোমার ফিলিং স্টেশনে পাম্পে রাখা হয়। কারণ পেট্রল পাম্পে রাতে পাহারাদার ও সিসিটিভি ক্যামেরা লাগানো থাকায় কোনো চিন্তা হয় না। মূলত চুরি হওয়ার ভয়ে ট্রাক্টর বাড়িতে না রেখে পাম্পে রাখি।

ডোমার ট্রাক্টর মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবু জানান, শট-সার্কিট হয়ে কখনো এভাবে ইঞ্জিনে আগুন লাগতে পারে না। তাই ধারণা করছি, শত্রুতা করে কেউ ট্রাক্টর তিনটিতে আগুন দিয়ে থাকতে পারে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাক্টর মালিকরা থানায় বিষয়টি অবগত করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। জায়গাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।