ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার ব্যাংমারী ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় আফিবা সুলতানা (৩৫) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন।  

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আফিবা সুলতানা চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা এবং সংগলশী ইউনিয়নের কাজিরহাট এলাকার আনিছুর রহমানের স্ত্রী।  

নিহতের স্বামী আনিছুর রহমান জানান, আফিবা তার ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে ব্যাংমারী ব্রিজের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তারা পড়ে যান। এতে ছোট ভাইসহ আফিবা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক আফিবাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফিবার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।