ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতায় মানবতা লঙ্ঘিত হচ্ছে: আখতারুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতায় মানবতা লঙ্ঘিত হচ্ছে: আখতারুজ্জামান মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, গুটিকয়েক রাষ্ট্রের ভেটো ক্ষমতা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়। এ শক্তিগুলোর কারণে মানবতা পদে পদে লঙ্ঘিত হচ্ছে।

 

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের ভেটো প্রয়োগের নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি।  

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আখতারুজ্জামান বলেন, যারা ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করেছে, তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেই আগ্রাসনের স্থায়ী অবসান ঘটবে।

সাংবিধানিক অধিকার অনুযায়ী দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করছে মন্তব্য করে তিনি বলেন, সব বিরোধীদল এ দেশে তাদের কথা বলছে, তাদের কর্মসূচি চলছে। তবে আন্দোলনের নামে দেশের জনগণের জানমালের ওপর হামলা, বাসে অগ্নিসংযোগ যখন ঘটে, তখনই সংকট তৈরি হয়। জনগণের জানমালের ওপর হামলার বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নিলে পশ্চিমারা বলতে শুরু করে, এ দেশে রাজনৈতিক অধিকার নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের ভূমিকার সমালোচনা করে সভায় বক্তারা বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে উন্নয়ন অংশীদারত্বের দোহাই দিয়ে কোনো কূটনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারেন না।  

তারা বলেন, কোনো কূটনীতিকের দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, নির্বাচন কমিশনে গিয়ে অনাকাঙ্ক্ষিত প্রস্তাবনা, সংলাপের আহ্বান, একটি রাজনৈতিক দলের পক্ষপাতী হয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়া, বিশ্বে কোনো দেশে এমন নজির নেই, যা অত্যন্ত দুঃখজনক। এমন কূটনৈতিক আচরণ লঙ্ঘনের ধৃষ্টতা পৃথিবীর অন্য কোনো দেশে নেই।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আবেদ আলী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ইকবাল বাহার, সদস্য ইকবাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কে এম মোতালিব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এইচএমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।