ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৯ লাখের বেশি শিশু পাবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ময়মনসিংহে ৯ লাখের বেশি শিশু পাবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল

ময়মনসিংহ: জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহ জেলায় ৯ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল।  

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন কর্মশালায় জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সিভিল সার্জন জানান, আগামীকাল ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার তিন হাজার ৫১৯টি টিকাদান কেন্দ্র প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে চলবে এই ক্যাম্পেইন।  

সূত্র মতে, তিন দিনব্যাপী এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৯৩ হাজার ৭১৩ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮ লাখ ২৪ হাজার ৭১৮ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

কর্মশালায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্ট, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।