ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দিয়ে পালাচ্ছিলেন দুজন, ধরে ফেলল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দিয়ে পালাচ্ছিলেন দুজন, ধরে ফেলল পুলিশ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে গান পাউডার ছিটিয়ে মিডলাইন নামে একটি বাসে আগুন ধরিয়ে পালানোর সময় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন আবু বকর (২০) ও শাহীন (২৪)।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আগুনে বাসের আসনগুলো পুড়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, মিডলাইন নামে বাসে বাইরে থেকে গান পাউডার ছিটিয়ে আগুন দেওয়ার পরপরই পালিয়ে যাওয়ার সময় ওই দুইজনকে পুলিশ আটক করে। তাদের বিস্তারিত পরিচয়সহ অন্যান্য বিষয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।