ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রুস্তুম আলী শেখের ছেলে ইমন হোসেন রাজু (২০) ও ধানসাগর গ্রামের কাওসার হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম (৫০)। আটকরা গাঁজা নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন।  

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ওই দুই কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা পেয়ে জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটকদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।