ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ধানমন্ডিতে বাসে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি রোড নাম্বার ৮/এ এলাকায় বাসে অগ্নিসংযোগ করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,সকাল সোয়া ৯টার দিকে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস পরে দুইটা ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ৩৭ মিনিটে এ আগুন নির্বাপণ করে।  প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।